1. mostafa0192@gmail.com : admin2024 :
  2. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা বিবেচনায় কিস্তিতে ওয়েবসাইট সেবা নিয়ে এলো “খান আইটি হোস্ট”

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩৪ বার পঠিত

প্রেস বিজ্ঞপ্তি:
শিক্ষাপ্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তর এখন সময়ের দাবি। সরকারি নির্দেশনার পর শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক হলেও অনেক প্রতিষ্ঠানই এখনও অনলাইন প্লাটফর্মের বাইরে। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকায় অনেক প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে ওয়েবসাইট নির্মাণে সক্ষম নয়। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান “খান আইটি হোস্ট”। ১ নভম্বের থেকে ৩০ নভেম্বর-২০২৫ পর্যন্ত এই কিস্তি অফার চলমান থাকবে।

গত ১৪ জুলাই ২০২৫ খ্রি. মন্ত্রীপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) একটি বিজ্ঞপ্তিতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের এখনো নিজস্ব ওয়েবসাইট নেই বা থাকলেও হালনাগাদ নয় তাদেরকে দ্রæত ওয়েবসাইট তৈরি করার নির্দেশ প্রদান করেন।

সরকারি নির্দেশনার এই প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যখন দ্রæত সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে, তখনই ‘‘খান আইটি হোস্ট’সময়োপযোগী এক পদক্ষেপ নেয়- ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে সহজ কিস্তি সুবিধার ঘোষনা দেন প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খান বলেন, প্রযুক্তির মাধ্যমে শিক্ষার অগ্রগতি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। অনেক প্রতিষ্ঠান একসাথে অর্থ ব্যয় করতে পারে না। তাই কিস্তির মাধ্যমে আধুনিক ও সিকিউর ওয়েবসাইট তৈরি করে দেওয়ার উদ্যোগ নিয়েছি, যাতে তারা সরকারি নির্দেশনার আলোকে দ্রæত কার্যক্রম শুরু করতে পারে।”
তিনি আরও জানান, খান আইটি হোস্ট ইতোমধ্যেই দেশের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ডাইনামিক ওয়েবসাইট, ম্যানেজমেন্ট সিস্টেম ও একাউন্টিং সফটওয়্যার তৈরি করে কার্যকর সেবা দিয়ে আসছে।
এই সেবার ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কাজ যেমন সহজ হচ্ছে, তেমনি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অনলাইন যোগাযোগও শক্তিশালী হচ্ছে। সবচেয়ে বড় কথা-সরকারি নির্দেশনা মেনে ডিজিটাল বাংলাদেশ গড়ার পথ আরও প্রশস্ত হচ্ছে। বাংলাদেশের জাতীয় পর্যায়ের একমাত্র সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানদের সংগঠন “বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর জেনারেল মেম্বার- খান আইটি হোস্ট। তাই পাচ্ছেন ১০০% নিশ্চয়তা।

খান আইটি হোস্ট ইতোমধ্যে বিভিন্ন সংস্থা, সংবাদমাধ্যম, ব্যবসা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের জন্যও ওয়েবসাইট ও সফটওয়্যার সেবা দিয়ে প্রশংসা কুড়িয়েছে। তবে শিক্ষাখাতে নেওয়া এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগ নিঃসন্দেহে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

তাদের ওয়েবসাইটগুলোতে রয়েছে- অটোমেটিক-পরীক্ষার রেজাল্ট গ্রেডপয়েন্ট প্রসেসিং, অটোমেটিক শিক্ষার্থীর আইডিকার্ড তৈরী ও ছজ কোড স্ক্যান, শিক্ষার্থীর ডিজাটাল দৈনিক হাজিরার তথ্য ডাটাবেজ, শিক্ষার্থীর ডিজিটাল ডাইনামিক ক্লাস রুটিন ডাউনলোড, শিক্ষার্থীর তালিকা দেখা ক্লাস, শাখা, বিভাগ ভিত্তিক ফিল্টার, অনলাইন ভর্তি পরীক্ষা ও ভর্তি প্রবেশপত্র ভেরিফাই, মেধাবী শিক্ষার্থীদের সেশন ভিত্তিক ডাটাবেজ, শিক্ষক লগইন ডাটাবেজ প্যানেল, শিক্ষকদের ডিজিটাল হাজিরা নেওয়ার সিস্টেম, শিক্ষকদের ক্যাটাগরি ভিত্তিক বøগ, মন্তব্য, বাণী, লেখা পাবলিশ, শিক্ষক লগইন করে তার ক্লাস রুটিন দেখতে পারবেন, শিক্ষক লগইন করে ফলাফল সাবমিট করতে পারবেন, শিক্ষক প্রোফাইল হালনাগাদ ও আইডি, পাসওয়ার্ড পরিবর্তন করার সুবিধা, শিক্ষকদের নাম, ছবি পদবি সহ ডিজিটাল কার্ড প্রোফাইল, শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা ও অটোমেটিক অভিজ্ঞতা ক্যালকুলেশন।

প্রতিষ্ঠান সুবিধা সমূহঃ প্রতিষ্ঠানের যেকোনো নোটিস পাবলিশ, প্রতিষ্ঠানের ডাউনলোড- যুক্ত নোটিস পাবলিশ, প্রতিষ্ঠান প্রধান ও সভাপতি প্রোফাইল বাণী, প্রতিষ্ঠানের আয়, ব্যয় হিসাব ও একাউন্ট ম্যানেজমেন্ট, পরীক্ষার ফলাফল টেবুলেশন শিট আকারে প্রিন্ট, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দের তালিকা, অটোমেটিক প্রতিষ্ঠান ছুটির একাডেমিক ক্যালেন্ডারসহ আরো অনেক ফিচার।

খান আইটি হোস্ট থেকে ওয়েবসাইট নিলে মাসিক বা বাৎসরিক ছাত্র-ছাত্রী বাবদ ফি বা বাড়তি খরচ নেই।
আমাদের ডেমো দেখুন: www.school.khanithost.com.bd

আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট সেবা নিতে যোগাযোগ করুন: ০১৯২০০৮০১০৬, ০১৯৯৯৯৮০১০৬ (হোয়াটসএ্যাপ)।
ওয়েবসাইট: www.khanithost.com
www.khanithost.com.bd

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host