
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর বাজারে আদনান হামদান সেলস সেন্টার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১০জানুয়ারি) দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর বাজারে আরাফাত মার্কেটে অনুষ্ঠিত আদনান হামদান সেলস সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন রানা, বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আওয়াল, মো. গিয়াস উদ্দিন, আক্কেল আহম্মেদ, নূরুল হক, মো. মোছলেহ উদ্দিন ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো. হাবিবুর রহমান মাসুদ, মো. মোশারফ হোসেন রতন, নাছির উদ্দিন হেলিম, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক লোকমান হোসাইন ও মো. আলী সোহেল, আদনান হামদান সেলস সেন্টারের প্রোপ্রাইটর মো. আতিকুল ইসলাম পাপেল ও মো. মাখন মিয়া, ডিলার মো. সোহাগ মিয়া (পোড়াদিয়া), মো. সোহেল মিয়া (পোড়াদিয়া), মো. নাজমুল ইসলাম (ডুমরাকান্দা), মো. সুমন মিয়া (মনোহরদী), মিয়াদ (লোহাজুরী), ডিমের আড়ৎদার মো. সোহাগ মিয়া, বিশিষ্ট সমাজসেবক সৈকত, মো. বুরহান উদ্দিন ভূইয়া, মো. বজলুর রহমান, মো. মাজু মিয়া, মো. সুফল মিয়া, সানি, জাভেদ, আল আমিন ও মাহিন।
আদনান হামদান সেলস সেন্টারের প্রোপ্রাইটর মো. আতিকুল ইসলাম পাপেল ও মো. মাখন মিয়া বলেন, তাদের এ সেলস সেন্টারে সকল প্রকার মুরগী পাইকারী ও খুচরা বিক্রি করা হবে। এছাড়া এখানে ১দিনের মুরগীর বাচ্চা পাওয়া যাবে।


