শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
এলপিজি বাজারে শৃঙ্খলা ফেরাতে রায়পুরায় সভা হাফিজ বাউলার সুরে রাজু মন্ডলের কণ্ঠে প্রকাশ পেলো ‘গোপন কুটির’ পাহাড় থেকে রাজধানী, ফেন্সি ফ্রান্সিস্কা সুমেরের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প জন্মদিনে ভক্তদের জন্য সুখবর দিলেন প্রিয়াঙ্কা জামান কুমিল্লা-৯ স্বতন্ত্র প্রার্থী দোলার মনোনয়নপত্র বৈধ ঘোষণা মাদরাসার একাডেমিক ভবন নির্মাণে রায়পুরা ফাউন্ডেশনের সহায়তা রায়পুরায় খুচরা সার বিক্রেতাদের আলোচনা সভা ও কমিটি গঠন জিআই স্বীকৃতির প্রস্তাবনায় রায়পুরার বিখ্যাত “বাদশাহভোগ” মিষ্টি ডাঃ মোঃ রহমত উল্লাহ পাভেল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি: রুমিন ফারহানা
লায়লার কন্ঠে নতুন গান ‘তোমারে আমার হইতে দিল না’
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০, ৯:৫৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
বর্তমান সময়ের আলোচিত ও জনপ্রিয় লোকগানের শিল্পী সুলতানা ইয়াসমিন লা্য়লা। ‘সখি গো আমার মন ভালা না’ শিরোনামে একটি লোকগান পরিচিতি ও জনপ্রিয়তা এনে দেয় তাকে। সম্প্রতি নতুন আরো একটি গানে কণ্ঠ দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী লায়লা। সংগীতচিত্রসহ বৃহস্পতিবার সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ‘তোমারে আমার হইতে দিল না’ শিরোনামের এ গানটি।

জানা যায়, গানের রিয়্যালিটি শো ক্লোজ আপ ওয়ান–এর ২০১২ সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন লায়লা। নানা কারণে ওই বছরের প্রতিযোগিতাটি আলোচিত না হওয়ায় অন্তরালে চলে যান লায়লা। এরই মধ্যদিয়ে পড়াশুনার পাশাপাশি অব্যহত রাখেন গানের চর্চাও। ‘সখি গো আমার মন ভালা না’ শিরোনামে একটি লোকগান হঠাৎ পরিচিতি ও জনপ্রিয়তা এনে দেয় তাকে। সেই থেকে বিশেষভাবে সমাদৃত তিনি।

লায়লার নতুন মৌলিক গানটির কথা ও সুর করেছেন গীতিকার কবির বকুল।

নতুন গানের বিষয়ে সুলতানা ইয়াসমিন লায়লা জানান, তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি গান হতে যাচ্ছে এটি। তিনি বলেন, ‘বলা যায়, আমার স্বপ্ন ছিল তাঁর মতো একজন গীতিকারের গান কণ্ঠে ধারণ করা। এই সুযোগ পেয়ে আমি গর্বিত। আমি স্যারকে আমার জন্য আরও একটি গান লিখতে অনুরোধ করেছি।’

লায়লার জীবনের প্রথম মৌলিক গান ‘আমি তোমার হাতের ঘুড়ি হব’। কাজল আহমেদের লেখা ও ফুয়াদ নাসের বাবুর সুরে গানটি এখনো অনেকে শুনতে চান। সুযোগ পেলে বিভিন্ন অনুষ্ঠানে গানটি শোনান তিনি। সম্প্রতি বেশ কয়েকটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন লায়লা। অডিও গানের পাশাপাশি আসছে সেগুলোর সংগীতচিত্র। সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে সেসব গান। এ ছাড়া নিজের ইউটিউব চ্যানেলেও নতুন গান প্রকাশ করছেন তিনি। ‘তোমারে আমার হইতে দিল না’ গানটির ভিডিও পরিচালনা করেছেন নূর হোসেন।

আপনার মতামত লিখুন :

২ responses to “লায়লার কন্ঠে নতুন গান ‘তোমারে আমার হইতে দিল না’”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা