
মো. মোস্তফা খান, নিজস্ব প্রতিবেদক:
এলপিজি গ্যাসের বাজারে স্থিতিশীলতা বজায় রাখা, ভোক্তা পর্যায়ে ন্যায্য দাম ও মানসম্মত সেবা নিশ্চিত করা এবং অতিরিক্ত দামে বিক্রি রোধে রায়পুরা উপজেলা প্রশাসন ও নরসিংদী এলপিজি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে মধ্যস্থতামূলক একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে এসব সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে গ্যাস কোম্পানির অ্যাসোসিয়েশন প্রতিনিধি ও প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করা হয়।
সভায় সরকার নির্ধারিত মূল্যের বাইরে এলপিজি গ্যাস বিক্রি না করার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। জানানো হয়, সরকার নির্ধারিত ভোক্তা মূল্য প্রতি ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১,৫০০ টাকা। এর বেশি মূল্যে বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, জরিমানা এবং প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, নরসিংদী এলপিজি অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা বিশ্বজিৎ সাহা, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, সাবেক সভাপতি এম. নূরউদ্দিন আহমেদ, এলপিজি অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম মিয়া, সাধারণ সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব কুমার গোপসহ উপজেলার বিভিন্ন এলপিজি ব্যবসায়ী প্রতিনিধি।
সভায় আরও জানানো হয়, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থান নেবে। পাশাপাশি এসব সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়মিত মনিটরিং ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।


