
মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলায় অবস্থিত ডাঃ মোঃ রহমত উল্লাহ পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাঃ মোহাম্মদ রহমত উল্লাহ পাভেল এর উদ্যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাবুল মিয়ার তত্বাবধানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (১০ জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণে সার্বিক সহায়তায় ছিলেন হাজী আলী আকবর আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা হাজী ডাঃ মোহাম্মদ আলী আকবর।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সমন্বয়ক বাবুল মিয়া, সাব্বির ফকির, আব্দুর রউফ, রাহিম মিয়া, মোস্তাকিম মিয়া, ইমন, সাকিব, সজল মিয়া আরো অনেকে।
ডাঃ রহমত উল্লাহ পাভেল বলেন আমরা প্রথমত উপজেলার জালালাবাদ, গোবিন্দপুর, দিঘিরপাড়, পাতিলাধুয়া কম্বল বিতরণ শুরু করি পরবর্ততে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক পরিষরে কম্বল বিতরণ করা হবে ইনশাআল্লাহ।


