
মো. মোস্তফা খান, নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী বিন্দু কণা’র জন্মদিন আজ। বহুমুখী গায়কী, মিষ্টি কণ্ঠ ও হৃদয়ছোঁয়া পারফরম্যান্সের মাধ্যমে ইতিমধ্যেই কোটি শ্রোতার মন জয় করেছেন এই শিল্পী।
শৈশব থেকেই গানকে ভালোবেসে বড় হয়েছেন কণা। দীর্ঘ সংগীতজীবনে তিনি আধুনিক, চলচ্চিত্র, ব্যান্ড, আধ্যাত্মিকসহ নানা ধারার গান উপহার দিয়েছেন। তাঁর গাওয়া অসংখ্য গান শ্রোতাদের মনে চিরস্থায়ী স্থান করে নিয়েছে।
জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহশিল্পীরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন।
কণ্ঠশিল্পী বিন্দু কণা ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন “আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। এই ভালোবাসা নিয়েই গান করে যেতে চাই আজীবন।”
বাংলাদেশের সংগীতাঙ্গনে তাঁর অনবদ্য অবদানের জন্য ভক্তরা আশা করছেন- আগামীর দিনগুলোতেও কণা উপহার দেবেন আরও হৃদয়ছোঁয়া গান।


