শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
এলপিজি বাজারে শৃঙ্খলা ফেরাতে রায়পুরায় সভা হাফিজ বাউলার সুরে রাজু মন্ডলের কণ্ঠে প্রকাশ পেলো ‘গোপন কুটির’ পাহাড় থেকে রাজধানী, ফেন্সি ফ্রান্সিস্কা সুমেরের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প জন্মদিনে ভক্তদের জন্য সুখবর দিলেন প্রিয়াঙ্কা জামান কুমিল্লা-৯ স্বতন্ত্র প্রার্থী দোলার মনোনয়নপত্র বৈধ ঘোষণা মাদরাসার একাডেমিক ভবন নির্মাণে রায়পুরা ফাউন্ডেশনের সহায়তা রায়পুরায় খুচরা সার বিক্রেতাদের আলোচনা সভা ও কমিটি গঠন জিআই স্বীকৃতির প্রস্তাবনায় রায়পুরার বিখ্যাত “বাদশাহভোগ” মিষ্টি ডাঃ মোঃ রহমত উল্লাহ পাভেল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি: রুমিন ফারহানা
সুরের আলোয় হৃদয় ছোঁয়া কণ্ঠশিল্পী লিজার জন্মদিন আজ
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৮:৩০ অপরাহ্ণ

মো. মোস্তফা খান, নিজস্ব প্রতিবেদক:

কিছু কণ্ঠ থাকে, যেগুলো গান হয়ে ওঠার আগেই হৃদয়ের দরজায় নীরবে কড়া নাড়ে। সানিয়া সুলতানা লিজার কণ্ঠ তেমনই- নরম, গভীর আর আবেশী। সুরের ভেতর দিয়ে তিনি কথা বলেন অনুভূতির সঙ্গে। আজ সেই কণ্ঠের শিল্পী, বাংলা সংগীতাঙ্গনের জনপ্রিয় নাম সানিয়া সুলতানা লিজার জন্মদিন।

সংগীতের প্রতি ভালোবাসা থেকেই লিজার পথচলা শুরু। শৈশব থেকেই গানের সঙ্গে তার নিবিড় সখ্য। সময়ের সঙ্গে তাল মিলিয়ে তিনি গড়ে তুলেছেন নিজস্ব এক সুরের ভুবন, যেখানে প্রেম, বেদনা, অপেক্ষা আর ভালোবাসার অনুভূতিগুলো হয়ে ওঠে আরও জীবন্ত। তার কণ্ঠে আছে এমন এক মায়া, যা শ্রোতাদের বারবার ফিরিয়ে নিয়ে যায় গানের কাছে।

আধুনিক গান হোক কিংবা আবেগঘন সুর- সব ক্ষেত্রেই লিজা রেখেছেন তার স্বকীয়তা। ডিজিটাল প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা মঞ্চ পরিবেশনা- সবখানেই তিনি সমান জনপ্রিয়। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তার গান আলাদা করে জায়গা করে নিয়েছে।

গানের বাইরেও লিজা একজন শান্ত, বিনয়ী ও সহজ মানুষ। তিনি বিশ্বাস করেন, সংগীত শুধুই বিনোদন নয়- এটি মানুষের অনুভূতির ভাষা। তাই প্রতিটি গানে তিনি নিজের সর্বোচ্চ আবেগ ও আন্তরিকতা তুলে ধরার চেষ্টা করেন। শ্রোতাদের ভালোবাসাকেই তিনি তার জীবনের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন।

জন্মদিন উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত এই শিল্পী জানান, গানই তার জীবনের সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতেও নতুন নতুন গান ও ভিন্নধর্মী কাজের মাধ্যমে শ্রোতাদের পাশে থাকতে চান তিনি।

এই বিশেষ দিনে সানিয়া সুলতানা লিজার জন্য রইল শুভকামনা- তার কণ্ঠে আরও সমৃদ্ধ হোক বাংলা সংগীত, আর সুরের আলোয় তিনি ছুঁয়ে যাক আরও অগণিত হৃদয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা