
প্রদীপ কুমার দে, স্টাফ রিপোর্টার:
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বরিশালের সরকারি আগৈলঝাড়া ডিগ্রী কলেজে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কলেজের প্রভাষক অনিতা হালদার।
এসময় বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রভাষক কামরুজ্জামান, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ফারুক ফকিরসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন। তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে তারা দেশবাসীর কাছেও দোয়ার আহবান জানান।
দোয়া মাহফিল শেষে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা একযোগে মহান সৃষ্টিকর্তার কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করেন।


