
ডেস্ক নিউজ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি (৩৩)-র ওপর হামলাসহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (১২ ডিসেম্বর) বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীসহ দেশের সব মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে এই কর্মসূচি পালিত হবে।
রিজভী বলেন, “একটি গোষ্ঠী নীলনকশা অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে ওসমান হাদির ওপর গুলি চালানো হয়েছে। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।”
তিনি আরও জানান, এর আগে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে গুলি করে আহত করা হয়েছিল। এ ধরনের দুষ্কৃতকারী কারা তা খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিএনপি সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে।


