শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
এলপিজি বাজারে শৃঙ্খলা ফেরাতে রায়পুরায় সভা হাফিজ বাউলার সুরে রাজু মন্ডলের কণ্ঠে প্রকাশ পেলো ‘গোপন কুটির’ পাহাড় থেকে রাজধানী, ফেন্সি ফ্রান্সিস্কা সুমেরের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প জন্মদিনে ভক্তদের জন্য সুখবর দিলেন প্রিয়াঙ্কা জামান কুমিল্লা-৯ স্বতন্ত্র প্রার্থী দোলার মনোনয়নপত্র বৈধ ঘোষণা মাদরাসার একাডেমিক ভবন নির্মাণে রায়পুরা ফাউন্ডেশনের সহায়তা রায়পুরায় খুচরা সার বিক্রেতাদের আলোচনা সভা ও কমিটি গঠন জিআই স্বীকৃতির প্রস্তাবনায় রায়পুরার বিখ্যাত “বাদশাহভোগ” মিষ্টি ডাঃ মোঃ রহমত উল্লাহ পাভেল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি: রুমিন ফারহানা
লাকসামে হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৩ অপরাহ্ণ

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা থেকে:

লাকসামে প্রবাসী শ্রমিক মো. জাফরের ওপর সংঘটিত নৃশংস ও পরিকল্পিত হামলার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) লাকসাম প্রেসক্লাবে ভুক্তভোগী জাফরের পরিবারের সদস‍্যরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ১৫ ডিসেম্বর সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে লাকসাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাজঘাট এলাকায় পূর্বপরিকল্পিতভাবে জাফরের ওপর হামলা চালানো হয়।

ভুক্তভোগীর বাবা মো. দেলোয়ার হোসেন জানান, তার ছেলে মো. জাফর (৩২) একজন প্রবাসী শ্রমিক। তিনি দীর্ঘদিন বিদেশে কর্মরত থেকে পরিবারের ভরণপোষণ করতেন। দেশে ফিরে আসার পর স্থানীয় একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। লিখিত অভিযোগে জানা যায়, ঘটনার দিন বিবাদী কুমিল্লা জেলার লাকসাম উপজেলাধীন উত্তর পশ্চিমগাঁওয়ের খালেক মিয়ার ছেলে মাসুদ মিয়া (৩৮) ও রহিম মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩৫), দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে জাকিরের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায় এবং নাক, মুখ ও কানে গুরুতর রক্তক্ষরণ হয়। পাশাপাশি তার হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, হামলার সময় উপস্থিত লোকজন এগিয়ে এলে বিবাদীরা জাফরকে প্রাণে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত জাফরকে উদ্ধার করে প্রথমে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সদস্যরা জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানান, ঘটনার পর লাকসাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় পরিবারটি ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কিত এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবী করেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে এবং প্রবাসী শ্রমিক জাফর ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা