
আরিফুর রহমান স্বপন, কুমিল্লা থেকে:
বৃহত্তর লাকসাম এসএসসি ’৮৬ ও এইচএসসি ’৮৮ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ফ্যামিলি মিলন মেলা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) লাকসামের গ্রিন ভিউ রেষ্টুরেন্টে আয়োজিত এ মিলন মেলায় ব্যাচের বন্ধু-বান্ধবী ও তাঁদের পরিবারবর্গ অংশগ্রহণ করেছেন।
আয়োজক সূত্র জানায়, সকাল ৯টায় প্রবেশ মুখে অতিথি ও অংশগ্রহণকারীদের অভ্যর্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সকালের নাস্তা পরিবেশন এবং রেজিস্ট্রেশন ও কুপন সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়।
সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় মূল আনুষ্ঠানিক পর্ব। এ পর্বে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, ত্রিপিটক পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, স্বাগত বক্তব্য, বন্ধু পরিচিতি ও বক্তব্য প্রদান অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত খেলাধুলা, হাসি-আনন্দ ও বিনোদনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত পবিত্র জুমার নামাজের বিরতির পর
দ্বিতীয় পর্ব শুরু হয় দুপুর ২টা থেকে। এ পর্বে অনুষ্ঠিত হয় সম্মাননা প্রদান অনুষ্ঠান। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও বিভিন্ন পরিবেশনায় অংশ নেন ব্যাচের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা।
পাশাপাশি অনুষ্ঠিত হয় পিঠা উৎসব, স্মৃতিচারণমূলক আয়োজন। শেষে পুরস্কার বিতরণ ও সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মিলন মেলার সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
আয়োজকরা জানান, চার দশকের বন্ধুত্ব, স্মৃতি ও পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করতেই এই মিলন মেলার আয়োজন। দিনব্যাপী এই উৎসবমুখর আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ বিরাজ করে।


