
আরিফুর রহমান স্বপন, কুমিল্লা থেকে:
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে সুন্নী জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা সভাপতি মীর মো. আবু বাকার।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানার নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলকালে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মুফতি মঈন উদ্দিন, জেলা যুব ফ্রন্ট সদস্য সচিব হেলাল উদ্দিন, লাকসাম উপজেলা সিনিয়র সহ-সভাপতি শহিদ উল্লাহ মিয়াজী, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন।
মনোনয়নপত্র জমাদান শেষে উপজেলা চত্তরের বাহিরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সুন্নী জোটের প্রার্থী মীর মো. আবু বাকার ইসলাম ও মুক্তিযুদ্ধের আলোকে সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে বলেন, সুযোগ পেলে কোরআন ও সুন্নাহর আলোকে স্বাধীনতার স্বপক্ষে লাকসাম ও মনোহরগঞ্জবাসীর জন্য কাজ করবো।
এসময় দলের উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন, লাকসাম উপজেলা যুবফ্রন্ট সভাপতি মাওলানা আলাউদ্দিন, ইসলামী ফ্রন্ট পৌরসভা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা ছাত্রসেনা সভাপতি মাওলানা সাফায়েত হোসেন উপস্থিত ছিলেন।


