
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিনের দাফন সম্পন্ন করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২.৩০ ঘটিকার সময় উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে স্থানীয় আবির শেখ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ নূরুল ইসলাম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখার আমির সাকিল আহমেদ কাজল, বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল আওয়াল, বীর মুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান, মো. সালাহ উদ্দিন, মো. সাহেদ মিয়া (মেম্বার), মো. আনোয়ার হোসেন, মো. আলমগীর হোসেন, মো. খসরু, মো. চন্দন, মো. মোশাররফ হোসেন (শিক্ষক) সহ বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বীর মুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিন কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর পূর্বপাড়া গ্রামের মরহুম আব্দুল জব্বারের ছেলে। তিনি স্থানীয় লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার ছিলেন। তিনি ৯ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকার সময় বার্ধক্যজনিত কারনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। মৃত্যুকালে স্ত্রী ও পাঁচ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


